সভাপতি
জনাব, কাজী শামীম
সভাপতির বাণী,
শিক্ষা সাফল্যের চাবিকাঠি। শিক্ষা জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের বিবেককে জাগ্রত করার ভূমিকা রাখে। শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তৈরি হয়। এ শিক্ষা শুধু সনদভিত্তিক শিক্ষা নয়। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি চলমান পৃথিবীর সাথে নিজেকে উপযোগী করার দক্ষতাও অর্জন করতে হবে। এক্ষেত্রে মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডে তাদের অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের নিজের সম্পর্কে সুষ্ঠ ধারণা থাকতে হবে, মনোযোগ দৃঢ় করতে হবে, জ্ঞানের ভান্ডার প্রসারিত করতে হবে, নিজেদের জ্ঞান-প্রজ্ঞা কাজে লাগাতে হবে এবং উক্ত কাজের মাধ্যমে রাষ্ট্রের ইতিবাচক উন্নয়ন সাধন করতে হবে।
রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সুদৃঢ় মনোযোগের সাথে জ্ঞান অর্জন করবে এবং অর্জিত জ্ঞানের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এ প্রত্যাশা রইলো।
ধন্যবাদান্তে,
সভাপতি,
কাজী শামীম
রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি
উপজেলা নির্বাহী কর্মকর্তা
রামগড়,খাগড়াছড়ি
প্রধান শিক্ষকের বাণী,
আবহমান কাল থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়া। Daily Diary-বা দিনপঞ্জি একটি গুরুত্বপূর্ণ ও স্বীকৃত বিষয়। একজন শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়ন করতে হলে Daily Diary-তে প্রতিটি কর্ম দিবসে লিখতে হয়। শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার মেরুদন্ড শিক্ষক। সম্মানিত শিক্ষকগণের শ্রেণী কার্যক্রমের তথ্য-উপাত্ত Daily Diary-তে লিখতে হয়। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। শিক্ষার্থীদেরকে আগামী দিনের সু-নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষার্থীরা Diary-তে তাদের প্রয়োজনীয় বিষয়ে লিখবে এবং সম্মানিত ছাত্রী অভিভাবকগণ এটি দেখবেন ও যত্নশীল হবেন এটাই আমার প্রত্যাশা। পরিশেষে, আপনাদের গঠনমূলক সমালোচনা ও সুপরামর্শ কামনা করছি। আগামী দিনের পথ চলায় এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধি ঘটুক দূর্বারগতিতে। এই শুভ কামনায় আল্লাহ হাফেজ।
ধন্যবাদান্তে-
কাজী নাজমুল হুদা
এম.এ, বি.এড (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
প্রধান শিক্ষক
রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়
রামগড়, খাগড়াছড়ি পার্বত্য জেলা
প্রধান শিক্ষক
জনাব, কাজী নাজমুল হুদা











Views Today : 1
Total views : 1122










![]](https://rghsk.edu.bd/wp-content/uploads/elementor/thumbs/unnamed-file-1-rb5p2swit3hhhsn0hzobf1jvvxxadegr7vqibr8lwc.jpg)













